মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

ইসলামি যুদ্ধ!

 

কোরানে জিহাদের আয়াত আছে প্রায় দেড়শতের বেশি [1] তার বিপরীতে শুধু শান্তি শব্দটি আছে ৭৬ বার। [2] কোন ধর্ম প্রচারকের নামে Military career নামে কোনো কোনো চ্যপ্টার পাওয়া যায় না। কিন্তু মুহাম্মাদের নামে প্রতিটি গবেষণায় পবিত্র যুদ্ধ নামে একটি অধ্যায় পাওয়া যায়। [3] তিনি তার সাহাবীদের যুদ্ধে যেতে আদেশ দিয়েছেন ৭৩টি, এবং নিজে যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন ২৭ টি। [4] [5] অনেকে বলে এই যুদ্ধগুলি আত্মরক্ষার। কিন্তু ঐতিহাসিকদের মতে কয়েকটি ছাড়া সব কয়টি ছিল অন্য সম্প্রদায়ের উপর অতর্কিত হামলা কিংবা ডাকাতির জন্য। [6] মুহাম্মদের পরবর্তী যেসব খলিফা এসেছেন তারা সবাই যুদ্ধ করেই ধর্ম প্রচার করেছিলেন, এবং তারা মুহাম্মদ থেকেও বেশ সফল ছিলেন। [7] আবার নিজেদের মধ্যেও যুদ্ধ করেছেন। মুহাম্মদের মেয়ে ফাতেমা মারা যায় প্রথম খলিফা আবু বকরের হাতে। [8] চারজন রাশেদুন খলিফার মাঝে তিনজন আততায়ীর হাতে খুন হয়েছেন। মুহাম্মদের স্ত্রী আয়েশা এবং মেয়ের জামাই আলীর মধ্যে যুদ্ধ হয়েছিল। [9] মুহাম্মদের সহচর মুয়াবিয়া খলিফা হওয়ার দাবীদার ছিল। আলীর কারনে হতে পারে নি, তাদের মধ্যেও যুদ্ধ হয়েছিল। [10] তার পুত্র ইয়াজিদও খলিফা হওয়ার যোগ্যতা রাখতো। যোগ্যতা অনুসারে সম্মান না পেয়েই কারবালার দুঃখজনক ঘটনার জন্ম দেয়। এইভাবে শুরু হয় প্রথম ফিতনা, অর্থাৎ ইসলামি প্রথম গৃহযুদ্ধ। [11] এসব কিন্তু মুহাম্মদের মৃত্যুর কিছু বছরের মধ্যেই হয়েছিল। ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুহাম্মদের মৃত্যুর পর থেকেই ক্ষমতার দখলের নাটক চলেছে। [12] এত কিছুর মূল সারসংক্ষেপ হল, ইসলাম কখনোই শান্তির ছিল না এবং মুহাম্মদও খুব ভালো মানুষ ছিল না। কোরান হাদিসে মুহাম্মদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে ৪৩ টি। [13] হাদিস অনুসারে মুহাম্মদের নামে অনেক কবি-সাহিত্যিক হত্যার অভিযোগ আছে। [14] মুহাম্মদের হাতে ধর্ষণের অসংখ্য রেফারেন্স পাওয়া যায়। [15] বাংলাদেশে ৪২ বছর পর যুদ্ধপরাধের বিচার হচ্ছে, মুহাম্মদের সময়ের গোত্রগুলো যদি এখন থাকতো তাহলে নিশ্চিত মুহাম্মদের নামেও যুদ্ধাপরাধের বিচার হতো। ইসলাম অর্থ শান্তি, মুসলমান অর্থ শান্তির বার্তা বাহক। মুসলমানরা নিজেদেরকে শান্তির দাবী করে, অথচ মুসলমানদের বলতে হয়, I am Muslim, But I'm not a Terrorist. এই কথা কিন্তু অন্য কোন ধর্মের মানুষদের বলতে হয় না। কেন বলতে হয় জানেন? কারন ইসলাম ধর্ম জন্ম থেকেই হচ্ছে হত্যা আর সন্ত্রাসীর ধর্ম। এমনকি হাদিসে মুহাম্মদ নিজেই বলেছেন, "আমি সন্ত্রাসের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছি।" [16]

1. http://www.answering-islam.org/Q…/Themes/jihad_passages.html 
2. https://en.wikiquote.org/wiki/Quran_on_peace
3. https://en.wikipedia.org/wiki/Military_career_of_Muhammad
4. https://en.wikipedia.org/wi…/List_of_expeditions_of_Muhammad
5. https://en.wikipedia.org/wi…/List_of_expeditions_of_Muhammad
6. http://www.thereligionofpeace.com/…/myths-mu-self-defense.h…
7. https://en.wikipedia.org/wiki/Rashidun_Caliphate
8. https://www.youtube.com/watch?v=RsieVC8NhU4
9. https://en.wikipedia.org/wiki/Battle_of_the_Camel
10. https://www.youtube.com/watch?v=nTpJDbQkwPc 
11. https://en.wikipedia.org/wiki/First_Fitna
12. https://en.wikipedia.org/wiki/Succession_to_Muhammad 
13. http://wikiislam.net/…/List_of_Killings_Ordered_or_Supporte…
14. http://www.answering-islam.org/Aut…/Arlandson/dead_poets.htm
15. http://www.thereligionofpeace.com/muhammad/myths-mu-rape.htm
16. http://www.quranexplorer.com/…/Had…/bukhari/004.052.220.html