বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

পড়াশুনা তুমি কার মাথায় ঘুরো

কেলাস ফাঁকি,আড্ডা দেওয়া

কদিন আগেই ছিল মনের মত,

দিন বদলের টানা-পোঁড়েনে

এখন আমি সিরিয়াস ছাত্ররে।

পড়াশুনা তুমি কার মাথায় ঘুরো,

তার মাথা কি আমার চেয়ে বড়?


আড্ডা এখন অতীত

কদিন আগের স্মৃতি কথা

পরীক্ষা স্যারের অনুকূলে থাকে।

আমার বিপরীত,বাবা-মার ছোট্ট চাওয়া

পরীক্ষায় ভালো রেজাল্ট করা।

তারপর একা ঘরে,মন জড়োসড়ো,

পড়াশুনা তুমি কার মাথায় ঘুরো,

তার মাথা কি আমার চেয়ে বড়?


রুম ভর্তি ছাত্রের পরীক্ষা হল

সুযোগ বুঝে পিছনের সিট খুঁজে বসা।

ভালো ছাত্রের পরীক্ষার খাতায় আমার চোখ

স্যারের কড়া গার্ড,আর তোর একটু না দেখানোয়

আমার স্বপ্ন ভেস্তে যাওয়া।

তারপর বোকা মনে খাতা-কলম জড়োসড়ো,

পড়াশুনা তুমি কার মাথায় ঘুরো,

তার মাথা কি আমার চেয়ে বড়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন