সোমবার, ৩ এপ্রিল, ২০১৭

ধর্মান্ধ বিদ্বেষী

কেও যখন আমাকে বলে তুমি ধর্ম বিদ্বেষী?
--অবশ্যই না।
তাহলে হিন্দু বিদ্বেষী?
--কখনোই না।
তাহলে মুসলিম বিদ্বেষী?
--কল্পনাই করতে পারি না।
তাহলে খ্রিষ্টান বিদ্বেষী?
--তাও না।
তাহলে ইহুদী বিদ্বেষী?
--জীবনেও না।
তাহলে বৌদ্ধ বিদ্বেষ?
--জ্বী না।
তাহলে ধর্ম নিয়ে লিখ কেন?কোন কিছুই বিদ্বেষী না অথচ ধর্ম নিয়ে লিখে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রান মানুষের সাথে সম্পর্ক খারাপ করার কোন মানে হয়?
--কারণ আমি ধর্মান্ধ বিদ্বেষী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন