শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

আয় তোরা আয়

আয় তোরা আয় বাংলার তরুন প্রজন্ম

আরেকবার যুদ্ধে যাব হায়েনাদের বিরুদ্ধে।

গড়ে তুলব মুক্তচিন্তার বাক স্বাধীন দেশ

কাঁধে হাত রেখে চিৎকার দিয়ে গর্জে উঠো

ধর্ম নিয়ে আর নয় কোন নষ্ট খেলা।।


আয় তোরা আয় শেরে বাংলার বাঘেরা

মিছিলে হুংকার ছেড়ে গর্জে উঠো

হায়েনার মুখে থাবা একে দাও।

শেষ করে দাও শোষকদের বেহায়াপনা

শান্তি ফিরিয়ে আনো বাংলার মাটিতে।।


আয় তোরা আয় বঙ্গবন্ধুর উজ্জীবিত প্রানেরা

আবার শোনব সেই ঐতিহাসিক কোন এক ভাষন।

মানবোনা কোন সুবিধাবাদীর অত্যাচার

চিতায় জ্বালিয়ে দিব ওদের দুঃসাহস

ছিনিয়ে আনবোই আমাদের ইতিহাস।।


আয় তোরা আয় জাহানারা ইমামের সন্তানেরা

আরেকবার লড়তে চাই খুনি ধর্ষকদের তরে।

ছাপ একে দাও বাংলার দেয়ালে দেয়ালে

আর নয় কোন মিথ্যা খেলা

স্বাধীন বাংলার ইতিহাস নিয়ে।

ভেঙ্গে দিব তোমার ঐ চ্যাপ্টা মুখ খানা

বন্ধ করে দিব তোমার ঐ মিথ্যা ইতিহাস রটানো।।


আয় তোরা আয় জিয়ার সৈনিকরা

নির্ভয়ে তোরা আয় নিরপেক্ষ পক্ষ নিয়ে।

চিতায় মুখ আগুন করে দে হনুমানদের

খুনি সন্ত্রাসীদের কবর দিয়ে দে বাংলায়

ভালোবাসা ফিরিয়ে দে বাংলার জনতায়।।


আয় তোরা আয় কবি নজরুলের বিদ্রোহি কন্ঠে অগ্নিরা

ছিনিয়ে আনো মুক্তি যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান

আর বীরাঙ্গনা নারীদের দাও মায়ের সম্মাননা।

হাসি ফুটিয়ে দাও ঘুমিয়ে থাকা শহীদদের মুখে

বিশ্বের মানচিত্রে একে দাও ওদের অসীম ত্যাগকে।।


আয় তোরা আয় লালনের মানবতার জয় নিয়ে

বাংলার লাখো মানুষের এক ধর্ম হয়ে

গেয়ে উঠো শাহ আব্দুল করিমের বাউলের সুরে।

তৈরী করে দাও জসীম উদ্দিনের নকশি কাথার মাঠ।

আরো একবার গেয়ে উঠো গলায় গলা মিলিয়ে

“আমার সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি”।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন