শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

হতাশা !!

কালো টাকার আহাজারি -

এ-কি হতাশা !

অজানা ফন্দির নকশা-

এ-কি তামাশা !

ধর্মকে যুক্ত করে,

নেশা বাঁনিয়ে ব্যাবসা করি-

এ-কি ভণ্ডামি !

পালায় পালায় ইতিহাস বদল করে,

রাজাকারদের কাছে টানি,

মুক্তিযুদ্ধাদের বঞ্চিত করি-

এ-কি রাজনিতী !

রাস্তাঘাটে মা বোনদের ধর্ষন করি-

এ-কি মানবিধীকার লঙ্ঘন !

কথায় কথায় দুর্নিতির ছোঁয়া-

এ-কি দুদুক !

সামনে আবার নির্বাচন,কত ভাই আসছে,

দিচ্ছে প্রতিশ্রুতি দেশের জন্য-

এ-কি গনতন্ত্র !

তবে কেন হ্যাঁ-

শেষ রাতে ছিন্নমূল সহযোদ্ধারা বস্তিতে খুঁজে সম্বল,

আমরাতো খাই পাঁচ বেলা তাও পেটে অম্বল,

রেললাইনে ঘুমায় শিশু,

কোটিপতি অট্টালিকা-

এ-সবই কি গণতন্ত্র !

আমাদের এত অর্থ তবু কেন দারিদ্র

রক্তে রাঙ্গা রাজপথ,

তবু নেই হতাশা

শিক্ষিত বেকার কেন-

এ-কি রাজনিতীর রাজত্ব !

আমি বিপ্লবী,হইছি প্রতিবাদি,

শেষ করেছি কলমের কালি,

লিখছি অনেক কথা।

হইছি প্রতিবন্ধী,পাইছি অবহেলা

তাই হয়েছি ঘরছাড়া-

তারপরেও কী অস্বীকার করবি সব নোংরামি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন