শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

আমি অভিজিৎ

আমি অভিজিৎ,আমি মুক্তমনার সৈনিক
আমি স্বধীন বাংলার পরাজিত বিবেক
আমি চাপাতির আগাতে থুবড়ে পড়া
তরুণ বিবেকের মুক্তচিন্তার চেতনা।

আমি মুক্তচিন্তার তরুনের নটরাজ
যুক্তির প্রবলে ভেঙ্গে করি চুরমার
ছিনিয়ে আনি মানবের অধিকার
অন্ধতাকে জানাই ধিক্কার
সম্মান করি তোমার আদর্শ।

আমি প্রগতিশীল মানুষের বিবেক
থমকে দাঁড়াই ওই নির্যাতিতদের দাড়ে
পারিনা তাদের দেখে মুখ লোকাতে
হারিয়ে যাই নিজের অজান্তে।

আমি অন্ধ,বন্ধ আমার বিবেক
অবাক করে থমকে দিলে আমায়
তোমার লেখা ছড়াচ্ছে আজ সংগ্রাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন